ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কল ড্রপে ভারতে গ্রাহকের অর্থ ফেরত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
কল ড্রপে ভারতে গ্রাহকের অর্থ ফেরত ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে কল ড্রপ হলে গ্রাহককে জরিমানা দিতে হবে মোবাইল সেবাদানকারী সংস্থাগুলোকে। এমনই নিয়ম প্রতিষ্ঠা করছে দেশটির টেলিকম নিয়ন্ত্রক সংস্থা-ট্রাই।



নির্দিষ্ট অংকের জরিমানার বিধান রেখে নির্দেশিকা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, কল ড্রপ হলে কলপ্রতি ১ রুপি জরিমানা দিতে হবে। দিনে সর্বোচ্চ তিনবার এই পদ্ধতি চালু থাকবে। তবে ফোনে সংযোগ পাওয়ার ৫ সেকেন্ড পরেই কল ড্রপ হলে, তবেই ধার্য হবে জরিমানা।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম শুক্রবার (১৬ অক্টোবর) জানায়, আগামী বছরের প্রথম দিন থেকে এ নিয়ম কার্যকর হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে বেশ জোর দিয়েছেন। দেশটির টেলিকমমন্ত্রী রবিশঙ্কর প্রসাদও এটি নিয়ে কাজ করে যাচ্ছেন।

এছাড়া মোবাইল সেবার মান খারাপ হলে সংশ্লিষ্ট সংস্থার ওপর সর্বাধিক ২ লাখ রুপি জরিমানা ধার্য করবে ট্রাই। এর আগে জরিমানার অংক ছিল ৫০ হাজার থেকে ১ লাখ। এছাড়া দেশটিতে আরও ভালো গুণমানের সেবা চালুর বিষয়ে তাগাদা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।