ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শরণার্থী ঠেকাতে সীমান্ত দরজা বন্ধ করলো হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
শরণার্থী ঠেকাতে সীমান্ত দরজা বন্ধ করলো হাঙ্গেরি ছবি: সংগৃহীত

ঢাকা: শরণার্থীদের স্রোত ঠেকাতে সার্বিয়ার পর ক্রোয়েশিয়ার সঙ্গে হাঙ্গেরি তাদের দক্ষিণ সীমান্ত দরজা বন্ধ করে দিয়েছে। পশ্চিম ইউরোপের দেশগুলোতে ঢোকার পথ ছিল এটি।



শুক্রবার (১৬ অক্টোবর) রাতে দেশটি তার সীমান্ত দরজা বন্ধ করে দেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

সংবাদ মাধ্যমগুলো জানায়, শুক্রবার কয়েক শ’ শরণার্থী পূর্ব নির্ধারিত সময়ের কিছু আগে দেশটির জাকানি নামে গ্রামে এসে পৌঁছালে দেশটির সীমান্ত দরজা বন্ধ করে দেওয়া হয়।

এর আগে শরণার্থীদের গ্রিস প্রবেশ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবি জানায় হাঙ্গেরি। কিন্তু ইউরোপীয় নেতারা শুক্রবার এই বিষয়ে একমত হতে না পারায় হাঙ্গেরি এ সিদ্ধান্ত নেয়।

সার্বিয়ার সঙ্গে সীমান্ত দরজা বন্ধ করে শরণার্থীদের স্রোত স্লোভেনিয়ায় দিকে পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ক্রোয়েশিয়া।

এদিকে হাঙ্গেরির এ ঘটনার স্লোভেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রতিবেশী দেশ অস্ট্রিয়া ও জার্মানি যতক্ষণ তাদের সীমানা খোলা রাখবে, ততক্ষণ পর্যন্ত শরণার্থীদের প্রবেশে তারাও বাধা সৃষ্টি করবে না।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
আরএইচএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।