ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি পুলিশের গুলিতে গাজায় দুই বিক্ষোভকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
ইসরায়েলি পুলিশের গুলিতে গাজায় দুই বিক্ষোভকারী নিহত

ঢাকা: প্রতিদিনই আগের দিনের চেয়ে আরও বেশি উত্তপ্ত হয়ে উঠছে ফিলিস্তিনি ভূখণ্ড। সহিংসতা ব্যাপক আকার ধারণ করছে।

এর বিপরীতে আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে ইসরায়েলি দমননীতি। ফলাফল, হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এরই ধারায় শনিবার (১৭ অক্টোবর) মৃত্যুর মিছিলে যোগ দিয়েছে আরও দুই ফিলিস্তিনি যুবক।

এ দিন গাজায় ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় সহস্রাধিক ফিলিস্তিনি বিক্ষোভ করে। বিক্ষোভ দমনে ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও রাবার মোড়ানো ইস্পাতের বুলেট ছোড়ে। এ সময় জায়গাটি রণক্ষেত্রে পরিণত হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে আব্দুল কাদের ফারহাত (২৪) নামের এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

গাজার শুজায়ায়ও একইদিন ইসরায়েলি পুলিশের গুলিতে মাহমুদ হুমাইদা (২২) নামে অপর এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে।

এর আগে গত শুক্রবার (১৬ অক্টোবর) পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়।

পবিত্র আল-আকসা মসজিদকে কেন্দ্র করে শুরু হওয়া এ সংঘাতে এ নিয়ে ৩৯ জন ফিলিস্তিনি ও ৭ ইসরায়েলির মৃত্যু হলো।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।