ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে বিধ্বস্ত মার্কিন এফ-১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
যুক্তরাজ্যে বিধ্বস্ত মার্কিন এফ-১৮

ঢাকা: কেমব্রিজশায়ারে ব্রিটিশ বিমানঘাঁটির কাছে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।



বুধবার (২১ অক্টোবর) ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেমব্রিজশায়ারের রেডমেরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কেমব্রিজশায়ার পুলিশের এক মুখপাত্র বলেছেন, সামরিক প্লেন বিধ্বস্ত হওয়ার বিষয়টি আমরা এখন নিশ্চিত করতে পারি। একজন নিহত হওয়ার ব্যাপারেও আমরা নিশ্চিত হয়েছি। ধারণা করা হচ্ছে, প্লেনটিতে একজনই আরোহী ছিলেন।

মার্কিন নৌবাহিনীর এক আসনবিশিষ্ট এফ/এ-১৮ হর্নেট সিরিজের ওই প্লেনটি সাফোক-এ ব্রিটিশ বিমানঘাঁটি ল্যাকেনহিথ থেকে উড্ডয়ন করে।

কেমব্রিজশায়ারের অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা) দিকে তাদের কাছে দুর্ঘটনার খবর পৌঁছায়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।