ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমায় ৪ নারী হামলাকারীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমায় ৪ নারী হামলাকারীসহ নিহত ৫

ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বঞ্চলীয় শহর মাইদুগুরিতে চার নারী আত্মঘাতী বোমা হামলাকারীসহ পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০জন।



স্থানীয় সময় শনিবার (২৪ অক্টোবর) সকালে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র সানি ডাট্টি সংবাদ মাধ্যমকে জানান, মাইদুগুরি শহরে ঢোকার সময় বেসামরিক নিরাপত্তারক্ষী শহরে ঢোকার সময় বাধা দিয়ে দেহ তল্লাশি করতে চাইলে ওই চার নারী আত্মঘাতী হামলা চালান।

নাইজেরিয়ায় বোকো হারামের সিরিজ আত্মঘাতী বোমা হামলার সব শেষ এ ঘটনা এটি।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির আদামাওয়া প্রদেশের ইয়োলা শহরের একটি নতুন মসজিদে ও বর্ন প্রদেশের মাইদুগুরিতে নামাজের সময় আলাদা আত্মঘাতী বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ইয়োলা শহরে ২৭ জন ও মাইদুগুরিতে ২৮ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।