ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শারজাহ সৈকতে সাঁতার কাটতে গিয়ে বৃদ্ধের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
শারজাহ সৈকতে সাঁতার কাটতে গিয়ে বৃদ্ধের প্রাণহানি

ঢাকা: সংযুক্ত আরব-আমিরাতের শারজাহ’র আল খান সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে ৮২ বছর বয়সী এক বৃদ্ধের প্রাণহানি ঘটেছে।

প্রাথমিকভাবে তার নাম জানা যায়নি।

তবে তিনি যে সুইজারল্যান্ডের নাগরিক এ বিষয়ে নিশ্চিত হয়েছে স্থানীয় কোস্টগার্ড।

রোববার (২৫ অক্টোবর) শারজাহ’র পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

শারজাহ পুলিশ জানায়, শনিবার সমুদ্র সৈকতে ঘুরতে এসে সমুদ্রজলে সাঁতার কাটতে নেমে তলিয়ে যান ওই বৃদ্ধ। তাৎক্ষণিকভাবে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল কুয়েইতি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় ফরেনসিক ল্যাবরেটরিতে হস্তান্তর করা হয়।

এদিকে, ওই সমুদ্র সকৈত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে সমুদ্রে সাঁতার কাটার জন্য সবাইকে নির্দেশানা মেনে চলার আহ্বানও জানায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।