ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভবন ধসে ১৭ শ্রমিকের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
চীনে ভবন ধসে ১৭ শ্রমিকের প্রাণহানি

ঢাকা: চীনের হেনান প্রদেশে দ্বিতল একটি ভবন ধসে কমপক্ষে ১৭ শ্রমিকের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ২৩ জন।

দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে ভবনটি ধসে পড়ে।

সংবাদমাধ্যম জানায়, ১৯৯০ সালে নির্মিত দ্বিতল ভবনটি শুক্রবার বিকেলের দিকে হঠাৎ ধসে পড়ে। এ সময় শ্রমিকরা ভবনটির ফাউন্ডেশনের খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন।

ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে ভবন ধসের কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।