ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চার ইরাকি কুর্দি যোদ্ধার শিরশ্ছেদ আইএসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
চার ইরাকি কুর্দি যোদ্ধার শিরশ্ছেদ আইএসের

ঢাকা: চার ইরাকি কুর্দি যোদ্ধার শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। মার্কিন বিশেষ বাহিনীর সঙ্গে কুর্দি যোদ্ধাদের যৌথ অভিযানের পরপরই এ হত্যাকাণ্ড চালালো সংগঠনটি।

অনলাইনে শিরোশ্ছেদের একটি ভিডিও পোস্ট করেছে আইএস।

গত সপ্তাহে মার্কিন-কুর্দি যৌথ অভিযানে আইএসের কারাগার থেকে সত্তর জন বন্দিকে মুক্ত করা হয়।

অনলাইনে পোস্ট করা ভিডিওটিতে এই অভিযানকে ব্যর্থ আখ্যা দিয়ে দাবি করা হয়, অভিযান পরিচালনা করা সেনারা জিহাদিদের সঙ্গে পেরে ওঠেনি। বরং তারা হতাহত হয়েছে। সেনাদের ব্যবহার করা প্রাথমিক চিকিৎসার সরঞ্জামও দেখানো হয় ভিডিওটিতে।

এতে জানানো হয়, শিরশ্ছেদ করা চার যোদ্ধা কুর্দিশ পেশমার্গা নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন।

কালো মুখশধারী চার আইএস জঙ্গি শিরশ্ছেদে অংশ নেয়। এ সময় নিহতদের পরনে ছিল কমলা রঙের জাম্পস্যুট। আর তাদের হাত ছিল পেছন দিকে বাঁধা। তবে কখন এ শিরোশ্ছেদের ঘটনাটি ঘটে, তা জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।