ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমারে ৩৩৩ আসনের ফল ঘোষিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
মায়ানমারে ৩৩৩ আসনের ফল ঘোষিত ছবি: সংগৃহীত

ঢাকা: মায়ানমারের সাধারণ নির্বাচনে এ পর্যন্ত ৩৩৩টি আসনের ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইউইসি)। এর মধ্যে ৮৮টি হাউজ অব রিপ্রেজেন্টেটিভের (নিম্নকক্ষ), ৩৩টি হাউজ অব ন্যাশনালিটিজ (উচ্চ কক্ষ) ও ২১২টি প্রাদেশিক সভার আসন।



রোববার (০৮ নভেম্বর) অনুষ্ঠিত হয় মায়ানমারের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। এদিন রাত থেকেই শুরু হয় গণনা। সোমবার (০৯ নভেম্বর) স্থানীয় সময় বিকাল থেকে ফল ঘোষণা শুরু করে দেশটির নির্বাচন কমিশন।

নিম্নকক্ষের ঘোষিত ৮৮টি আসনের মধ্যে ৭৮টিই গেছে নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’র (এনএলডি) ঝুলিতে। আর ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) পেয়েছে ছয় আসনে জয়।

উচ্চকক্ষের ঘোষিত ৩৩টি আসনের মধ্যে এনএলডি পেয়েছে ২৯টিতে জয়, আর ইউএসডিপি’র ঝুলিতে গেছে দু’টি আসন।

অপরদিকে, প্রাদেশিক সভার ২১২টি আসনের ১৮৪টিতেই জয় পেয়েছে এনএলডি। ক্ষমতাসীন ইউএসডিপি পেয়েছে ১৭টিতে জয়।

এ নিয়ে মায়ানমারের তিন স্তরের সংসদে ২৯১টি আসনে জয় পেল এনএলডি।

এদিকে, বুধবার সকালে নতুন করে ফল ঘোষণা করতে শুরু করেছে ইউইসি। সু চি সমর্থকদের দিনের সূচনাই ঘটেছে সুখবর পেয়ে। এনএলডি নেত্রী অং সান সু চি তার নিজ আসনে জয় পেয়েছেন বলে এদিন ফল ঘোষণা করে ইউইসি।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরএইচ
** মায়ানমারে ১০৬ আসনের ফল ঘোষিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।