ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অভিবাসন প্রত্যাশীর স্রোত ঠেকাতে সীমান্তে কড়াকড়ি সুইডেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
অভিবাসন প্রত্যাশীর স্রোত ঠেকাতে সীমান্তে কড়াকড়ি সুইডেনের ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রমবর্ধমান শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর স্রোত ঠেকাতে এবার সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে সুইডেন। তবে এ কড়াকড়ি অস্থায়ী বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।



সুইডিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডার্স ইগেমান বলেছেন, অভিবাসন প্রত্যাশীদের নতুন একটি দল সীমান্তের নিকটবর্তী বলে পুলিশ জানানোর পরই এ সিদ্ধান্ত নেওয়া হলো। এখনই যদি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে।

মাল্টায় ইউইরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আফ্রিকান নেতারা শরণার্থী ইস্যুতে আলোচনা শুরুর প্রাক্কালে এমন সিদ্ধান্ত নিল দেশটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর থেকে এ কড়াকড়ি শুরু হবে। প্রাথমিকভাবে তা অব্যাহত থাকবে ১০ দিন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।