ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফরাসি নীতিই প্যারিস হামলার কারণ, মন্তব্য বাশারের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
ফরাসি নীতিই প্যারিস হামলার কারণ, মন্তব্য বাশারের বাশার আল-আসাদ

ঢাকা: ফরাসি নীতিই প্যারিস হামলার কারণ বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

শনিবার (১৪ নভেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কে ফরাসি একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন।



শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত রাতে থিয়েটার হল বাতাক্লঁ ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়ামসহ ফ্রান্সের রাজধানী প্যারিসে ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এসব ঘটনায় অন্তত ১৫৩ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৮০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

বৈঠকে বাশার বলেন, ফ্রান্সের ভুল নীতিই সন্ত্রাসের সংক্রমণে সহায়ক হয়ে দাঁড়িয়েছে। প্যারিস হামলা ও লেবাননের রাজধানী বৈরুতে হামলার ঘটনা একই সুতোয় গাঁথা।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।