ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হামলার শঙ্কায় বন্ধ লুভর-আইফেল টাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
হামলার শঙ্কায় বন্ধ লুভর-আইফেল টাওয়ার ছবি: সংগৃহীত

ঢাকা: হামলার শঙ্কায় বন্ধ ঘোষণা করা হয়েছে প্যারিসের প্রধান আকর্ষণ লুভর মিউজিয়াম ও আইফেল টাওয়ার। সেই সঙ্গে সেখানকার প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।



শনিবার (১৪ নভেম্বর) এক আদেশে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে এসব ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ১৫৩ জন নিহত হওয়ার খবর প্রচারিত হয়। তবে পরবর্তী সময়ে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের ভাষণের পর নিহতের সংখ্যা ১২৭ জন বলে দাবি করা হয়। এছাড়া এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৮০ জন। আহতদের মধ্যে ৮০ জনের অবস্থা গুরুতর।

শুক্রবারের হামলাগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে থিয়েটার হল বাতাক্লঁয়ে। রক কনসার্ট চলাকালে এখানে প্রথমে বন্দুক ও পরে আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে সেখানে ১১৮ জন নিহত হন। বাতাক্লঁ হল থেকে অল্প কিছু দূরেই আইফেল টাওয়ার অবস্থিত।

শুক্রবারের হামলায় দায় স্বীকার করে এরই মধ্যে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে সংগঠনটি বলে, ফ্রান্স নীতি পরিবর্তন না করলে আগামীতেও টার্গেটের শীর্ষে থাকবে দেশটি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫/আপডেট: ২০১৪ ঘণ্টা
আরএইচ

** শীর্ষ টার্গেটেই থাকবে ফ্রান্স, হুমকি আইএসের
** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিসের বোমাবাজের মরদেহে সিরিয়ান পাসপোর্ট ** প্যারিস হামলার পর ভারতে সর্বোচ্চ সতর্কতা
** প্যারিস হামলায় আইএস জড়িত, এটা যুদ্ধের শামিল
** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিস হামলায় আইএসের দায় স্বীকার
** ফ্রান্সে ৩ দিনের শোক ঘোষণা
** খেলার মধ্যেই কাঁপলো ‘স্টাদে দ্য ফ্রান্স’ (ভিডিও)
** নিহত আট হামলাকারীর সাতজনই ছিলো আত্মঘাতী
** প্যারিস হতাহতে বাংলাদেশি থাকার খবর নেই
** থিয়েটার হলে জিম্মিদের একে একে জবাই করে জঙ্গিরা
** সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস
** জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৫৩ জনের মৃত্যু
** ফ্রান্সে জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।