ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বন্যা-ভূমিধসে ১৬ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
চীনে বন্যা-ভূমিধসে ১৬ প্রাণহানি

ঢাকা: চীনের পূর্বাঞ্চলে বন্যা পরবর্তী ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ২১ জন।

পূর্বাঞ্চলের কিছু উপকূলীয় এলাকাজুড়ে ভারী বর্ষণের পর সৃষ্ট বন্যায় এ ভূমিধসের ঘটনা ঘটেছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম রোববার (১৫ নভেম্বর) জানায়, ভূমিধসের কারণে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে অন্তত ২৭টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। এই চাপা পড়া বাড়িগুলো থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে জরুরি দুর্যোগ মোকাবেলা বাহিনী। অবশ্য এরইমধ্যে ১৬ জনের প্রাণহানি হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, ঝেজিয়াংয়ে শুক্রবার (১৩ নভেম্বর) রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এরপর বন্যার পানিতে ভেসে যায় ২১টি বাড়ি। তারপরই ভূমিধসের খবর আসতে থাকে। ভূমিধস শুরু হওয়ার পর অন্তত ৩০০ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, মধ্যাঞ্চলের প্রদেশ হুনানও বন্যায় ভেসে গেছে বলে জানাচ্ছে সেখানকার সংবাদমাধ্যম। কর্মকর্তারা বলছেন, হুনান ৫০ বছরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শীতকালীন বন্যার কবলে পড়েছে। বাড়িঘর বন্যার পালিতে তলিয়ে যাওয়ায় সেখানকার আট হাজারেরও বেশি মানুষ বাস্তুহারা হয়ে পড়েছেন। অবশ্য, হুনানে এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।