ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানির স্টেডিয়ামে কোনো বিস্ফোরক মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
জার্মানির স্টেডিয়ামে কোনো বিস্ফোরক মেলেনি

ঢাকা: পূর্ব নির্ধারিত জার্মানি-হল্যান্ড প্রীতি ম্যাচের ভেন্যু স্টেডিয়ামে কোনো বিস্ফোরক মেলেনি বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস মাইজিয়ার।

বুধবার (১৮ নভেম্বর) তিনি বিষয়টি জানান।



তিনি বলেন, ম্যাচ বাতিল করার জন্য আমাদের কাছে যথেষ্ট কারণ ছিলো। নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি আমরা নিতে পারি না।

এর আগে, স্টেডিয়ামে সন্দেহজনক বস্তু মেলায় নিরাপত্তার স্বার্থে জার্মানি ও হল্যান্ডের মধ্যকার পূর্ব নির্ধারিত প্রীতি ম্যাচটি বাতিল করেছে পুলিশ।

জার্মান পুলিশের এক মুখপাত্র জোর্গ হফমেইস্টার বলেন, দর্শনার্থীরা স্টেডিয়ামে ঢোকার পর সন্দেহজনক বস্তুটি পাওয়া যায়। এজন্য নিরাপত্তার স্বার্থে ম্যাচটি বাতিল করা হয়েছে। সবাইকে বাড়ি ফিরে যেতেও ঘোষণা দেওয়া হয়েছে।

এরপর পুলিশ পুরো স্টেডিয়ামে তল্লাশি চালায় বলে তিনি জানান।

দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল পদস্থ কর্মকর্তাসহ ম্যাচটি মাঠে বসে দেখার কথা ছিলো।

বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএস

** স্টেডিয়ামে সন্দেহজনক বস্তু মেলায় জার্মানি-হল্যান্ড ম্যাচ বাতিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।