ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসগামী দুই প্লেনকে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
প্যারিসগামী দুই প্লেনকে বোমা হামলার হুমকি ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্র থেকে উড্ডয়নের পর প্যারিসগামী এয়ার ফ্রান্সের দু’টি যাত্রীবাহী প্লেনকে (এএফ ৬৫ ও এএফ৫৫) বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।



কর্তৃপক্ষ জানান, প্যারিসের উদ্দেশ্যে উড্ডয়নের পর ফোন কলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে কারা এ হুমকি দিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে, হুমকির ঘটনার পর নিরাপত্তা ইস্যুতে দিক পরিবর্তন করে প্লেনগুলোর একটি যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি শহরে ও আরেকটি কানাডার হালিফেক্সে অবতরণ করা হয়। সেখানে যাত্রীরা নিরাপদে প্লেন থেকে নামেন বলে জানিয়েছে এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়:০৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫/আপডেট: ০৯৫৩ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।