ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে রাসায়নিক হামলার শঙ্কা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ফ্রান্সে রাসায়নিক হামলার শঙ্কা প্রধানমন্ত্রীর

ঢাকা: ফ্রান্সে ফের হামলা হতে পারে। আর এবারের হামলায় জঙ্গিগোষ্ঠী রাসায়নিক বা জীবাণু অস্ত্রের ব্যবহার করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস।



বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পার্লামেন্টে কথা বলার সময় তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের জারি করা জরুরি অবস্থার মেয়াদ তিন মাস পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানান তিনি।

তিনি শুক্রবারের (১৩ নভেম্বর) হামলার বিষয়ে বলেন, এ হামলার মূল পরিকল্পনা হয় সিরিয়া ও বেলজিয়ামে।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও পার্লামেন্টে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কথা বলেন। ফ্রান্সের সংবিধান অনুযায়ী, সংকটময় অবস্থায় দেশটির প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে ১২ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন। তবে এর মেয়াদ ১২ দিনের চেয়ে বেশি করতে হলে ফরাসি পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে।

শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এসব হামলায় শতাধিক নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন আরও তিন শতাধিক।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।