ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্ক থেকে খাদ্যপণ্য আমদানিতে রাশিয়ার কড়াকড়ি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
তুরস্ক থেকে খাদ্যপণ্য আমদানিতে রাশিয়ার কড়াকড়ি

ঢাকা: তুরস্ক থেকে খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে জাতীয় খাদ্য নিরাপত্তা বিভাগকে কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছে রুশ সরকার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানানো হয়।



গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী লাতাকিয়ায় একটি রুশ জেট এসইউ-২৪ ভূপাতিত করে তুরস্কের এফ-১৬ জেট। এ ঘটনার দু’দিনের মাথায় এই নির্দেশ দিল রাশিয়ার প্রশাসন।

প্রসঙ্গত, রাশিয়ার মোট আমদানিকৃত পণ্যের মধ্যে দুই দশমিক তিন শতাংশ আসে তুরস্ক থেকে। অর্থাৎ দেশটি থেকে সাত দশমিক তিন বিলিয়ন (৫৬ হাজার ৩১৮ কোটি টাকা) ডলারের পণ্য আমদানি করে থাকে রাশিয়া। এর মধ্যে ৯১০ দশমিক ৩ মিলিয়ন ডলারের (সাত হাজার ২৩ কোটি টাকা) ফলমূল ও ৫৭১ দশমিক ৬ মিলিয়ন ডলারের (চার হাজার ৪০৯ কোটি টাকা) সবজি রয়েছে।

অপরেদিকে তুরস্কের মোট আমদানিকৃত পণ্যের ১০ দশমিক চার শতাংশ আসে রাশিয়া থেকে। অর্থাৎ দেশটি থেকে ২৫ দশমিক তিন বিলিয়ন ডলারের (এক লাখ ৯৫ হাজার ১৮৪ কোটি টাকা) পণ্য আমদানি করে থাকে তুরস্ক।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএইচ

** ভূপাতিত জেটটি রাশিয়ার, জানতো না তুরস্ক
** কোনো সংকেত দেয়নি তুর্কি জেট, অভিযোগ রুশ পাইলটের
** সতর্ক সংকেতের অডিও প্রকাশ করলো তুরস্ক
** আলোচনায় বসছে তুরস্ক-রাশিয়া
** তুর্কি সীমান্তে রুশ মিসাইল ক্রুজার
** সিরিয়ায় বিদ্রোহী হামলায় রুশ মেরিন সেনা নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।