ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়েছে ৮৭ ঘর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়েছে ৮৭ ঘর ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে সৃষ্ট দাবানলে এ পর্যন্ত ৮৭টি ঘর পুড়েছে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আগুন নিয়ন্ত্রণে উদ্ধারকর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।



এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যম জানায়, দাবানলে ১৬টি বাড়ি ভস্মীভূত ও সহস্রাধিক প্রাণি পুড়ে মারা গেছে। দাবানলে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত দু’জনের। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

প্রচণ্ড তাপদাহের কারণে বুধবার (২৫ নভেম্বর) আগুনের সূত্রপাত হয়। দ্রুতই তা ছড়িয়ে পড়ে। দাবানলে পুড়ে গেছে কৃষিজমি। এলাকা ত্যাগে বাধ্য হচ্ছেন মানুষ ও পশুপাখি।

আক্রান্ত এলাকার একজন কৃষক জন লাশ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে, আমরা তা নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হই।

কর্তৃপক্ষ বলছে, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে দাবদাহে ১৪টি পৃথক দাবানলের সৃষ্টি হয়েছে। এসব দাবানলে ওই অঞ্চলের ২১০ কিলোমিটার এলাকা আক্রান্ত হয়েছে। আর পৃথক দাবানলে দগ্ধ হয়ে ৫৬ বছর বয়সী এক বৃদ্ধা ও ৬৯ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এছাড়া দগ্ধ আরও পাঁচজনের অবস্থাও গুরুতর। এদের একজনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রাদেশিক মুখ্যমন্ত্রী জে উইথেরিল।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।