ঢাকা: মিশরের রাজধানী কায়রোর কাছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি কেন্দ্রে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সমর্থিত গ্রুপ।
রোববার (২৯ নভেম্বর) এক ভিডিও বার্তায় গ্রুপটি এ দায় স্বীকার করে।
শনিবার (২৮ নভেম্বর) কায়রোর অদূরে পিরামিডের শহর খ্যাত গিজার ওই তল্লাশি কেন্দ্রে এ হামলা চালায় মুখোশধারী বন্দুকধারীরা।
মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম জানায়, কয়েকজন মুখোশধারী বন্দুকধারী মোটরবাইকে চড়ে নিরাপত্তা বাহিনীর তল্লাশি কেন্দ্রে নির্বিচারে গুলি ছোড়ে। এতে অন্তত চার পুলিশ নিহত হন।
তবে, তৎক্ষণাৎ কোনো পক্ষ হামলার দায় স্বীকার না করলেও এ ধরনের হামলার জন্য আইএসকে অভিযুক্ত করা হয়।
উত্তরাঞ্চলীয় সিনাইয়ে বোমা হামলায় দুই বিচারক ও চার পুলিশসহ সাতজন নিহত হওয়ার চার দিন পর এ হামলা চালানো হলো। সিনাইয়ের ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
জেডএস