ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেন-লরি সংঘর্ষে নিহত ১, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
পাকিস্তানে ট্রেন-লরি সংঘর্ষে নিহত ১, আহত ১০ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রেমনগর স্টেশনের কাছে টেন ও লরির মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় সময় রোববার (২৯ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনটির তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, করাচি এক্সপ্রেস ট্রেনটি বাচোকি লেভেল ক্রসিংয়ে পৌঁছানোর আগে দায়িত্বরত কর্মকর্তা গেট বন্ধ করতে শুরু করেন। কিন্তু লরিটি এরমধ্যেই ট্রেন লাইনে উঠে যায়। এ সময় দ্রুতগতির ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লরির ড্রাইভার নিহত হন।

আহতদের মধ্যে পাকিস্তান রেলওয়ের কর্মাশিয়াল ম্যানেজার (ফ্রেইট), তার সহকর্মী ও ট্রেনের ড্রাইভার রয়েছেন।

হুসেইন নামে দুর্ঘটনা কবলিত ট্রেনটির এক যাত্রী বলেন, ট্রেনটির দ্রুতগতির কারণে ড্রাইভার ব্রেক কষেও নিয়ন্ত্রণে রাখতে পারেন নি।

দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশ সময়:০৯০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।