ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালফোর্নিয়ায় একটি ভবনে বন্দুকধারীদের হামলার ঘটনায় পুলিশি অভিযানে সশস্ত্র দুই সন্দেহভাজন নিহত হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে ক্যালিফোর্নিয়ার স্যানবার্নারদিনোতে অবস্থিত আন্তঃদেশীয় আঞ্চলিক কেন্দ্রে এক অনুষ্ঠান চলাকালে হামলা চালায় বন্দুকধারীরা।
নিহত দুই সন্দেহভাজনের সঙ্গে অ্যাসল্ট রাইফেল, হ্যান্ডগান ও বর্ম পরিহিত ছিল বলে জানিয়েছে পুলিশ।
হামলার এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ নয় বলে পুরোপুরি উড়িয়ে দিতে না পারলেও বিষয়টিতে তদন্ত করছে এফবিআই।
স্যানবার্নারদিনো পুলিশের প্রধান জ্যারড বার্গুয়ান বলেছেন, হামলাকারীরা পুরোপুরি প্রস্তুত হয়েই এসেছিল। যদি তারা কোনো অভিযানে থেকে থাকে, তাহলে তারা যা করতে চেয়েছিল, তার সবটাই করেছে।
বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএইচ
** ক্যালিফোর্নিয়ায় গুলি, নিহতের সংখ্যা বেড়ে ১৪
** ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ১২
** ভবনে আটকা পড়েছে অনেকে