ঢাকা: ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভারতের তামিলনাড়ু প্রদেশের রাজধানী চেন্নাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ২শ ৬৯ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিষয়টি জানিয়েছে।
জলমগ্ন চেন্নাইয়ে এদিনও বন্ধ রাখা হয়েছে রেল ও বিমান চলাচল। বৃষ্টি না থামলে পরিষেবা স্বাভাবিক হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বর্তমানে শহরের বিভিন্ন জায়গায় ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬শ কর্মী। শুক্রবার (০৪ ডিসেম্বর) পর্যন্ত শহরের সমস্ত সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার।
আবহাওয়া দফতর জানায়, গত মঙ্গলবার সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়েছে প্রায় ৪শ মিলিমিটার। আগামী দু’দিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে চেন্নাই যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র মোদি।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএস