ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
জাপানের প্রধানমন্ত্রীর অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকড

ঢাকা: জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে’র অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে একটি অজ্ঞাত হ্যাকার গ্রুপ। তিমি শিকারে জাপানের পরিকল্পনার প্রতিবাদে এ ঘটনা ঘটানো হয়েছে বলে হ্যাকার গ্রুপটি জানিয়েছে।



দেশটির চিফ কেবিনেট সেক্রেটারি ইওশিহিদে সুগা জানিয়েছেন, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল থেকে শিনজো আবে’র একটি ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

তিনি আরও জানান, অজ্ঞাত একটি হ্যাকার গ্রুপ টুইটারে এ ঘটনার দায় স্বীকার করে নিয়েছে। তবে এই গ্রুপকেই একমাত্র দায়ী মনে করছে না কর্তৃপক্ষ।

টুইটারে হ্যাকার গ্রুপটি শিনজো আবেকে উদ্দেশ্য করে লেখে, তিমি শিকার কোনো সাংস্কৃতিক কর্মসূচি নয়। আপনার ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

টুইটারে অপর এক বিবৃতিতে শিনজো আবের প্রতি তিমির মাংস না খাওয়ার আহ্বান জানায় গ্রুপটি।

সম্প্রতি প্রতিবাদ উপেক্ষা করে বাৎসরিক অ্যান্টার্কটিক তিমি শিকার প্রথার পুণঃপ্রচলন ঘটায় জাপান সরকার। এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, গবেষণার জন্যই এ প্রথার প্রচলন করা হলো।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।