ঢাকা: ফ্রান্সের স্থানীয় সরকার নির্বাচনে বিগত বছরের তুলনায় ভালো ফলাফল করেছে উগ্র ডানপন্থী, অভিবাসী ও মুসলিম বিরোধী দল ন্যাশনাল ফ্রন্ট।
নির্বাচনের প্রথম পর্বে রেকর্ড ফলাফলের পর দ্বিতীয় পর্বেও উল্লেখযোগ্য সংখ্যক ভোট পায় তারা।
তবে দলটির নেতা মেরি লা পেঁন অবশ্য প্রথম পর্বে বিজয়ের পর, দ্বিতীয় পর্বেও জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিলেন।
দ্বিতীয় পর্বে প্রথম পর্বের ন্যায় ফলাফল না হওয়ায় বেশ হতাশা ব্যক্ত করেছেন তিনি।
এই নির্বাচনের সাফল্যকে ২০১৭ সালে অনুষ্ঠেয় রাষ্ট্রপতি ও সাধারণ নির্বাচনে তিনি কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার (১৪ ডিসেম্বর) ঘোষিত ফলাফলে ন্যাশনাল ফ্রন্টের দুই প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দল ৭টি ও সোশ্যালিস্ট ফ্রন্ট ৫টি নির্বাচনী এলাকায় জয় পেয়েছে।
এদিকে প্যারিস হামলার পর হঠাৎ করেই ফরাসি রাজনীতিতে কম পরিচিত ইসলামীবিরোধী ন্যাশনাল ফ্রন্টের এই ভালো ফলাফল চিন্তার উদ্রেক ঘটাচ্ছে বলে মত রাজনীতি বিশ্লেষকদের।
সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজিও ন্যাশনাল ফ্রন্টের সাফল্যকে একটি সতর্ক বার্তা হিসেবে দেখছেন।
তিনি বলেন, বর্তমানে ফ্রান্সের দুশ্চিন্তার কারণ আসলে কী, তা গভীরভাবে ভেবে দেখতে হবে।
সম্প্রতি প্যারিসে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন ১শ‘ ৩০ জন নিরীহ মানুষ। এই হামলার পরপরই ঘটনার দায় স্বীকার করে নেয় সন্ত্রাসী সংগঠন আইএস।
মূলত ওই হামলার পর ইসলাম ও অভিবাসী বিরোধী মনোভাবকে সামনে এনে প্রচারণা চালায় লা পেনের ন্যাশনাল ফ্রন্ট।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসএস/আরআই