ঢাকা: সন্ত্রাস মোকাবেলায় ৩৪টি দেশ এক হয়ে ইসলামিক সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাষ্ট্রীয় এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
সৌদি আরবের নেতৃত্বে যৌথ অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করা হবে। এসব অভিযান দেশটির রাজধানী রিয়াদ থেকে সমন্বয় করা হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়।
এই জোটের মধ্যে থাকবে আরব দেশ মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইসলামিক দেশ তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, উপসাগরীয় আরব দেশ ও আফ্রিকার মুসলিম দেশগুলো।
সন্ত্রাস মোকাবেলা এবং ইরাক ও সিরিয়াভিত্তিক সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সামরিক বাহিনীর এই যৌথ ক্যাম্পেইনকে সবার সহযোগিতা করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
টিআই