ঢাকা: হুমকি আতঙ্কে যুক্তরাষ্ট্রের লস এঞ্জলেসের প্রায় ৯০০ স্কুল বন্ধ ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় পুলিশ বিভাগের মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।
পুলিশ জানায়, লস এঞ্জলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের (এলএইউএসডি) বাসগুলো ডিপো থেকে ফেরার পথে হামলার হুমকি দেওয়া হয়।
তবে এখনও বিষয়টি নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। অভিযোগটি তদন্ত কতরে দেখা হচ্ছে।
স্কুলের একজন মুখপাত্র জানান, তারা সতর্কতা অবলম্বন করছেন।
লস এঞ্জলেস স্কুল বিভাগের পুলিশ প্রধান স্টিভেন জিপারম্যান বলেন, ‘আজ সকালে স্কুলের নিরাপত্তার কথা উল্লেখ করে আমাদের কাছে আবেদন জানানো হয়। ’
‘তাই স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। যতদিন পর্যন্ত এ হুমকির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উদঘাটন কিংবা আমাদের মনে না হয় যে স্কুল ক্যাম্পাসগুলো নিরাপদ নয় ততোদিন তা বন্ধ থাকতে পারে। ’
লস এঞ্জলেস যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম একটি স্কুল এলাকা। এখানখার প্রায় ৯০০-এর বেশি স্কুলে প্রায় ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী রয়েছে।
সম্প্রতি লস এঞ্জেরেস থেকে ৬০ মাইল পূর্বে সান বার্নারদিনোতে একি হামলায় ১৪ জনের প্রাণহানি হয়।
এরপর সেখানে অতিরিক্ত সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। আর এ সতর্কতার মধ্যেই এ হুমকি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এমএ/