ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

এজিয়ান সাগরে নৌকাডুবিতে পাঁচজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এজিয়ান সাগরে নৌকাডুবিতে পাঁচজনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী এজিয়ান সাগরে নৌকাডুবির ঘটনায় তিন শিশুসহ পাঁচ শরণার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে।



বুধবার (১৬ ডিসেম্বর) তুর্কি উপকূল থেকে শতাধিক শরণার্থী নিয়ে গ্রিসের লেসবস দ্বীপে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায় বলে গ্রিক কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, আবহ‍াওয়া খারাপ থাকা সত্ত্বেও উদ্ধার অভিযান চলছে। এরই মধ্যে চল্লিশ শরণার্থীকে উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সংস্থা ফ্রনটেক্সের একটি টহল নৌকা।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad