ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

রামাদিতে প্রবেশের দাবি ইরাকি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
রামাদিতে প্রবেশের দাবি ইরাকি বাহিনীর ছবি: সংগৃহীত

ঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদিতে প্রবেশের দাবি করেছে ইরাকি বাহিনী।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ইরাকি বাহিনীর সন্ত্রাসবিরোধী বিভাগের মুখপাত্র সাবাহ আল-নোমানি বলেছেন, বিমান বাহিনীর সহায়তায় রামাদিতে প্রবেশ করেছে সেনা ও মিলিশিয়ারা।

আবাসিক এলাকাগুলো সন্ত্রাস মুক্ত করার পাশাপাশি এখন তারা মূল সরকারি ভবনের দিকে অগ্রসর হচ্ছে।

চলতি বছর মে মাসে রামাদি দখল করে নেয় আইএস। রাজধানী বাগদাদ থেকে এটি ৯০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad