ঢাকা: ইরাককে ১.২ বিলিয়ন ডলার (৯ হাজার ৩৭৪ কোটি টাকা) জরুরি ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক।
তেলের দরপতন ও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) মোকাবেলা করতে গিয়ে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে এ সহায়তা দেওয়া হবে বলে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের মধ্যপ্রাচ্য বিষয়ক আঞ্চলিক কর্মকর্তা ফেরিদ বেলহাজ জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ এ অর্থ সরবরাহ করা হবে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
আরএইচ।