ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চন্ডিগড়ে ভবন ধসে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
চন্ডিগড়ে ভবন ধসে ৬ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর ভারতের চন্ডিগড়ে একটি ভবন ধসে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন।

এছাড়া ধসে পড়া ভবনের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

প্রাথমিক খবরে সংবাদমাধ্যম জানায়, চন্ডিগর ট্রান্সপোর্ট নগর এলাকায় শ্রমিকরা একটি ভবনের বেজমেন্টের খনন কাজ করছিলেন। হঠাৎ নির্মাণাধীন ভবনটির পাশের ভবন শ্রমিকদের ওপর ধসে পড়ে।

ঘটনার পর উদ্ধারকারী দল পৌঁছে ১৪ জনকে উদ্ধার করে। তবে ‍আরো অনেকে আটকা পড়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়:১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।