ঢাকা: যৌন হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলায় মার্কিন জনপ্রিয় কৌতুক অভিনেতা বিল কসবির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভোরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, বিভিন্ন সময় যৌন হয়রানির অভিযোগ উঠলেও এবারই প্রথমবারের মতো কোনো অভিযোগ করা হয়েছে ৭৮ বছর বয়সী এই কৌতুক অভিনেতার বিরুদ্ধে।
ফিলাডেলফিয়ার একটি আদালত হাজিরাও দিয়েছেন তিনি। শুনানি শেষে তাকে ১০ লাখ ডলার জরিমানা করে তার জামিন মঞ্জুর করেন তিনি।
২০০৪ সালে এক নারীকে চেতনানাশক ওষুধ খাইয়ে যৌন হয়রানির অভিযোগ রয়েছে বিল কসবির বিরুদ্ধে।
মামলার সরকারি আইনজীবী কেভিন স্টিল জানান, বিল কসবি অভিযোগকারী ওই নারীর বন্ধু ও মেন্টর। দুইবার বিল কসবি তার প্রতি যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তবে এতে ওই নারীর সম্মতি ছিলনা। পরে এক সন্ধ্যায় তাকে চেতনাশক ওষুধ খাইয়ে যৌন নিগ্রহ করা হয়।
শুধু ওই নারীই নয়, এমন অভিযোগ করেছেন আরও ১৬ নারী।
এসব অভিযোগের কথা সংবাদমাধ্যমে স্বীকার করেছেন বিল কসবিও।
তবে তিনি বলেন, নারীদের ঘুমের ওষুধ দিয়েছি ঠিকই, কিন্তু তা তাদের সম্মতিতেই।
আশির দশকে যুক্তরাষ্ট্রে ‘দ্য কসবি শো’ একটি জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠান দিয়েই বিনোদন জগতের শিখরে জায়গা করে নেন বিল কসবি।
তবে গত বছরের শেষ সময় থেকে তার বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ করেন। এতোদিন এসব প্রমাণিত না হলেও, এরই মধ্যে এ কেলেঙ্কারি তার ব্যক্তি ও পেশাজীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে।
বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এমএ/