ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণে একতরফা পদক্ষেপের ঘোষণা ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণে একতরফা পদক্ষেপের ঘোষণা ওবামার ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বন্ধ ও অস্ত্র নিয়ন্ত্রণে একতরফা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কংগ্রেসে রিপাবলিকানদের বিরোধিতার মুখে ক্ষমতায় আসার পর বেশ কয়েকবার তার অস্ত্র আইন কড়াকড়ির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।



২০১৬ সালের প্রথম সাপ্তাহিক বক্তব্যে ওবামা বলেছেন, এ ব্যাপারে তিনি অ্যাটর্নি জেনারেল লরেট্টে লিঞ্চের সঙ্গে আলোচনা করে করণীয় ঠিক করবেন।

বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত নির্বাহী ক্ষমতাবলেই প্রেসিডেন্ট অস্ত্র ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করতে পারেন। তবে সেক্ষেত্রে রিপাবলিকানরা যথেষ্ট নাখোশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বক্তৃতায় ওবামা বলেন, অনেক বাবামা, শিক্ষক, শিশু-কিশোর আমাকে চিঠি দিয়েছেন। অস্ত্রের ব্যবহার বিষয়ে কেন আমি কিছু করছি না, সে বিষয়ে তারা জানতে চেয়েছেন। আমরা জানি, আমরা সম্পূর্ণরূপে সহিংসতা মুক্ত হতে পারবো না। কিন্তু যদি আমরা অন্তত একটা বন্ধ করার চেষ্টা করি?

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।