ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ সৈন্য নিহত ও ২২ জন আহত হয়েছেন।
রোববার (০৩ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে বলে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্র্জাতিক সংবাদমাধ্যম।
আত্মঘাতী এ হামলায় অংশ নেয় পাঁচজন।
সংবাদমাধ্যম জানায়, ক্যাম্প ‘স্পেইচার’র পশ্চিম গেটে বিস্ফোরক ভর্তি যান উড়িয়ে দেয় দুই হামলাকারী। আর ক্যাম্পের ভেতরে যেখানে ইরাকি পুলিশ সদস্যদের ট্রেনিং দেওয়া হয় সেখানে তিন হামলাকারী নিজেদের উড়িয়ে দেয়।
এদিকে, অনলাইনে দেওয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
জেডএস