ঢাকা: ভারতের পাঞ্জাবের উত্তরাঞ্চলে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলায় ঘটনায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিমানবন্দরের পরিচালক দিলিপ কুমারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিমানবন্দরের নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়া বোর্ডিংয়ের সময় বিমানবন্দরে যাত্রীদের চেক করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, বিমানবন্দরের নিরাপত্তায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য সীমানার বাইরে উঁচু গাছগুলোর অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই করতে বন বিভাগকে অনুরোধ করেছেন দিলিপ কুমার।
এর আগে শনিবার (২ জানুয়ারি) ভোরে ওই বিমানঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ৭ সেনা নিহত হয়, নিহত হয় ৫ হামলাকারীও। তবে রোববারও (০৩ জানুয়ারি) ওই বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এছাড়া বিমানঘাঁটিতে এখনও দুই জঙ্গি হামলাকারী লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
জেডএস