ঢাকা: আরও ৫ জনের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে কথিত খেলাফত কায়েমকারী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট।
নিহত ওই ৫ ব্যক্তিকে ব্রিটেনের গুপ্তচর আখ্যা দিয়ে ওই ভিডিও ক্লিপে একই সঙ্গে ব্রিটেনে হামলা চালানোর হুমকিও দিয়েছে জঙ্গি সংগঠনটি।
সোমবার (০৪ জানুয়ারি) অনলাইনে নজরদারি করা যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংগঠন সাইট (এসআইটিই) ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইন্টারনেটে আইএসের প্রকাশিত ভিডিওতে দেখা যায় ওই পাঁচ ব্যক্তি নিজেদের গুপ্তচর হিসেবে স্বীকারোক্তি দিচ্ছে আইএসকে।
এছাড়া ভিডিওতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে নির্বোধ বলেও উল্লেখ করে আইএস।
বাংলাদেশ সময় : ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএইচএস/আরআই