ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক লবণ খনিতে ভূ-পৃষ্ঠের ৯০০ ফুট নিচে একটি এলিভেটরে ১৭ কর্মী আটকা পড়েছেন। তাদের উদ্ধারে জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।
কায়ুগা নামের ওই খনিতে স্থানীয় সময় বুধবার (০৬ জানুয়ারি) রাত ১০টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা) ওই কর্মীরা ভূগর্ভে আটকা পড়েন বলে জানানো হয়েছে খবরে।
খনি কর্তৃপক্ষ জানিয়েছে, রেডিওর মাধ্যমে আটকা পড়া কর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে কর্তৃপক্ষের। জরুরি উদ্ধার কর্মীরা সরঞ্জামসহ তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন।
লবণ খনিটি মিনিয়াপলিস ভিত্তিক প্রতিষ্ঠান কার্গিল ইনকর্পোশন পরিচালনা করে থাকে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরএইচ