ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ বিলে স্বাক্ষর পোলিশ প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ বিলে স্বাক্ষর পোলিশ প্রেসিডেন্টের

ঢাকা: দেশের সংবাদমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণে সরকারকে ক্ষমতা দেওয়া সংক্রান্ত একটি বিতর্কিত বিলে স্বাক্ষর করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) পোলিশ প্রেসিডেন্টের একজন সহকারী মালগোরজাতা সাদুরস্কা এ তথ্য জানিয়েছেন।



তিনি বলেন, রাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোকে নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করে তুলতেই প্রেসিডেন্ট এ বিলটিতে অনুমোদন দিয়েছেন।

মালগোরজাতা সাদুরস্কা আরও বলেন, পোলিশ সংবাদমাধ্যমগুলো রাষ্ট্রের মুখপাত্র হওয়ার পরিবর্তে গুটিকয়েক ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতার মুখপাত্র হয়ে উঠেছিল। জাতীয় স্বার্থবিরোধী এমন চর্চায় প্রেসিডেন্ট উদ্বিগ্ন ছিলেন।

এদিকে, পোল্যান্ডের এমন পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।