ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ৩

ঢাকা: থাইল্যান্ডে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৫ মিনিট) মুয়াং জেলায় একটি রেলক্রসিংয়ে গরুবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয় পাঁচ বগির ২৫৫ নম্বর যাত্রীবাহী ট্রেন।

এতে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

এ ঘটনায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে বলেও জানানো হয়েছে খবরে।

নিহতদের মধ্যে গরুবোঝাই ট্রাকটির চালক ও ট্রেনের দুই যাত্রী রয়েছেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলেও জানানো হয়েছে খবরে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।