ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাকার্তা হামলা

পুলিশি অভিযানে আটক ৩, মূলহোতা শনাক্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
পুলিশি অভিযানে আটক ৩, মূলহোতা শনাক্তের দাবি ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী জাকার্তায় সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশি অভিযানে তিন সন্দেহভাজনকে আটক করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। সেই সঙ্গে হামলার মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।



বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জাকার্তায় হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ হামলাকারীসহ সাতজন নিহত হন। এছাড়া পাঁচ পুলিশসহ আহত হন অন্তত ২০ জন। পরে এর দায় স্বীকার করে নেয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এ ঘটনায় জড়িতদের ধরতে ইন্দোনেশিয়ার পুলিশ অভিযান শুরু করেছে বলে শুক্রবার (১৫ জানুয়ারি) জানান জাকার্তা পুলিশের প্রধান টিটো কারনাভিয়ান।

ইন্সপেক্টর জেনারেল টিটো কারনাভিয়ান বলেছেন, হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীরা নিহত হলেও সুলাওয়েসি ও জাভায় তাদের কোনো না কোনো সহযোগী এখনও অবস্থান করছে। এ কারণে ওই দুই এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করছে।

এদিকে, জাকার্তা হামলায় মূল পরিকল্পনাকারীকে শনাক্তের দাবি করেছেন ইন্দোনেশিয়া পুলিশের মুখপাত্র অ্যান্টন চারলিয়ান। তার নাম, বাহরুন নাইম। তিনি আইএসের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, বাহরুন নাইম সিরিয়ায় আইএসের হয়ে লড়াই করেছেন। আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম বলছে, তিনি রাক্কায় প্রশিক্ষণ নেন।

অপর একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত বছর ২৪ নভেম্বর তারা বাহরুন নাইমের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়। সে সময় তিনি বলেছিলেন, ইন্দোনেশিয়ায় হামলা পরিচালনার জন্য প্রয়োজেনের চেয়েও বেশি আইএস সমর্থক রয়েছে।

ইন্দোনেশিয়ার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে অ্যান্টন চারলিয়ান আরও জানিয়েছেন, সম্প্রতি সন্দেহভাজন দুই শতাধিক আইএস জঙ্গি দেশে ফিরেছে।

** সন্ত্রাসীদের ধরতে অভিযানে ইন্দোনেশিয়ার পুলিশ

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।