ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন নৌবাহিনীর ২ হেলিকপ্টারের সংঘর্ষ, ১২ প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
মার্কিন নৌবাহিনীর ২ হেলিকপ্টারের সংঘর্ষ, ১২ প্রাণহানির আশঙ্কা

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাজ্য হাওয়াইয়ে নৌবাহিনীর দু’টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। দু’টি হেলিকপ্টারেই ছয়জন করে ১২ জন আরোহী ছিলেন।

১২ জনেরই প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে হাওয়াইয়ের ওয়াহু দ্বীপ অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শুক্রবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংশ্লিষ্ট কোস্ট গার্ড ডিস্ট্রিক্ট ১৪ জানায়, হেলিকপ্টার দু’টির সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন কোস্ট গার্ডের সদস্যরা। ঘটনাস্থলে ধ্বংসস্তূপ চিহ্নিত করা হয়েছে। সেখানে তৎপরতা চলছে। সংঘর্ষে জড়ানো হেলিকপ্টার দু’টি মেরিন কর্পস্ এয়ার স্টেশন ক্যানেওয়ে বে’র।  

উদ্ধার কার্যক্রমে নৌবাহিনী ও হনললু ফায়ার সার্ভিসের একটি করে হেলিকপ্টার এবং উদ্ধারকারী নৌকা কাজ করছে বলেও জানায় কোস্ট গার্ড ডিস্ট্রিক্ট ১৪।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।