ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোম-প্যারিস সফরে যাচ্ছেন রুহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
রোম-প্যারিস সফরে যাচ্ছেন রুহানি ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথমবারের মতো ইউরোপ সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

সোমবার (১৮ জানুয়ারি) দেশটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।



খবরে বলা হয়, চলতি মাসের ২৫ থেকে ২৬ তারিখে ইতালি সফরে যাবেন রুহানি। এরপর ২৭ জানুয়ারি ফ্রান্সে যাবেন পারস্য উপসাগরের দ্বীপ রাষ্ট্র ইরানের প্রেসিডেন্ট।

সফরকালে তিনি ইতালির প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে ইতালির পুঁজি বিনিয়োগকারী ও শীর্ষ পর্যায়ের শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

সফরটি গত নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্যারিসে জঙ্গি হামলার কারণে এ সূচি পিছিয়ে আনা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়।

এদিকে সম্প্রতি চুক্তি অনুযায়ী পারমানবিক কার্যক্রম কমিয়ে আনায় ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

আর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এটিই এদল সমৃদ্ধ দেশটির প্রেসিডেন্টের প্রথম ইউরোপ সফর।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।