ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে এইচ১এন১ ভাইরাসে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
পাকিস্তানে এইচ১এন১ ভাইরাসে ১৫ জনের মৃত্যু

ঢাকা: পাকিস্তানের পাঞ্জাবে নতুন বছরের শুরুতে সোয়াইন ফ্লু ভাইরাস এইচ১এন১’এ আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ ব্যক্তি।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



খবরে বলা হয়, নতুন বছরের শুরুর প্রথম দুই সপ্তাহে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ১৪ জন। সোমবার (১৮ জানুয়ারি) লাহোরে আরো একজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।

এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়ে তিন শিশুসহ মোট সাতজন দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।
 
এদিকে এইচ১এন১ ভাইরাস ঠেকাতে প্রচারণা চালানোর পাশাপাশি ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করার চিন্তা ভাবনা করছে দেশটির সরকার।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।