ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফুটলো প্রথম ফুল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফুটলো প্রথম ফুল

ঢাকা: নক্ষত্ররাজির রহস্য জানতে আর মহাবিশ্বে অজানা আবাসের খোঁজে একদিন মানুষ স্বপ্ন দেখেছিল মহাকাশে পাড়ি জমানোর। সে স্বপ্ন আর এখন স্বপ্নে সীমাবদ্ধ নেই।

চাঁদের বুকে পা রাখা ছাড়াও এখন মহাকাশে ভেসে বেড়াচ্ছে মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহ আর মহাকাশযান।

তবে পৃথিবীর বাইরে উন্মুক্ত পরিবেশে জীবনধারণ কিংবা নবজীবনের উৎপত্তির স্বপ্ন এখনও অপূর্ণ রয়ে গেছে। এবার হয়তো সে স্বপ্নও সত্যি হতে চলেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো ফুল ফুটেছে।

টুইটারে উজ্জ্বল কমলা রঙের একটি জিনিয়া ফুলের ছবি পোস্ট করে মার্কিন মহাকাশচারী স্কট কেলি লিখেছেন, প্রথমবারের মতো মহাকাশে ফুল ফুটলো।

সাধারণত গ্রীষ্মকালে পৃথিবীর বুকে খুব সহজে ও প্রচুর পরিমাণে জিনিয়া ফোটে। তবে স্বল্প অভিকর্ষে মহাকাশ স্টেশনে এতটা সহজে ফোটেনি এ ফুল।

পরীক্ষামূলকভাবে জিনিয়া গাছ নিয়ে যাওয়া হয়েছিল মহাকাশে। এর মধ্যে গত ডিসেম্বরে কয়েকটি গাছ বিজ্ঞানীদের হতাশ করে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।

সংস্থাটি বলছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো জিনিয়া ফুল ফোটায় মঙ্গলে মনুষ্য অভিযানে উৎসাহ খুঁজে পাওয়া যাচ্ছে। এ সাফল্যে প্রাণহীন মহাকাশে মানুষের বেঁচে থাকাটা সহজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

প্রথমবারের মতো মহাকাশ স্টেশনে জিনিয়া ফোটায় নাসার দীর্ঘমেয়াদি ‘মিশন ভেজি (Veggie)’ সফলতায় একটি পালক যুক্ত হলো বলেও মনে করছেন বিজ্ঞানীরা।

এর আগে গত বছর মহাকাশ স্টেশনে লেটুস উৎপাদন করেছেন মহাকাশচারীরা। আগামী বছর তারা টমেটো উৎপাদনের চিন্তা করছেন। ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে মহাকাশে সবজি উৎপাদনের উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।