ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে শীতের প্রকোপে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
থাইল্যান্ডে শীতের প্রকোপে ১২ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার আংশিক গ্রীষ্মমণ্ডলীয় দেশ থাইল্যান্ডে শীতের প্রকোপে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শ্বাসযন্ত্রের সমস্যায়ই বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা।

সাম্প্রতিক শৈত্যপ্রবাহে থাইল্যান্ডের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। বছরের এই সময়টায় সাধারণত দেশটির গড় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, শীতের প্রচণ্ডতার পাশাপাশি উচ্চ-চাপজনিত কারণে বেশ কিছু এলাকায় বন্যাও দেখা দিয়েছে। সেই সঙ্গে প্রবল ঝড়ও বয়ে গেছে এসব এলাকার ওপর দিয়ে। তিন সহস্রাধিক বাড়িঘর এসব দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষ করে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোয় আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে বলে জানিয়েছে থাইল্যান্ডের আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।