ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হামলায় আফগান তালেবান প্রধান নিহত, ধারণা পেন্টাগনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, মে ২২, ২০১৬
হামলায় আফগান তালেবান প্রধান নিহত, ধারণা পেন্টাগনের

ঢাকা: আফগানিস্তানের তালেবান বাহিনী দমনে পাকিস্তান সীমান্তের কাছে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, এতে আফগান তালেবান প্রধান মোল্লা আখতার মনসুর নিহত হয়েছেন।

রোববার (২২ মে) মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর-পেন্টাগনের মুখপাত্র পিটার কুকের বরাত দিয়ে দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আরও পড়ুন- আফগানিস্তানে তালেবান দমনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

পিটার জানান, শনিবার (২১ মে) আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের প্রত্যন্ত এলাকা আহমেদ ওয়াল শহরে তালেবান বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা সফল হয়েছে এবং হামলার ফলাফল পর্যালোচনা করা হচ্ছে।

হামলার বিষয়টি আগে থেকে পাকিস্তান এবং আফগানিস্তান কর্তৃপক্ষকে জানানো হয়েছিলো বলেও জানান তিনি।

এদিকে এ হামলার ঘটনা বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এক তালেবান কমান্ডার।

এর আগে আফগানিস্তানের শীর্ষ তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর ২০১৩ সালে মারা গেলেও তার দুই বছর পর নিশ্চিত করে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মে ২২, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।