ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অপহরণের পর উদ্ধার বিশ্বকাপ খেলুড়ে ফুটবলার পুলিডো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
অপহরণের পর উদ্ধার বিশ্বকাপ খেলুড়ে ফুটবলার পুলিডো

ঢাকা: অপহরণের একদিন পর মেক্সিকোর জাতীয় দলের অন্যতম ফুটবলার ও বিশ্বকাপ খেলুড়ে অ্যাল‍ান পুলিডোকে উদ্ধার করা হয়েছে।

২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলে মেক্সিকো দলের হয়ে ২৫ বছর বয়সী এই ফুটবলার অংশ নেন।

স্থানীয় সময় গত শনিবার (২৮ মে) দেশটির তামাউলিপাস প্রদেশের চিউদাদ ভিক্টোরিয়া শহর থেকে তিনি অপহৃত হন। অপহরণের একদিন পর রোববার (২৯ মে) রাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চল থেকে আন্তর্জাতিক মানের এই ফুটবলারকে উদ্ধার করা হয়।

সোমবার (৩০ মে) মেক্সিকো পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

অ্যাল‍ান পুলিডো তার গার্লফ্রেন্ডের সঙ্গে একটি পার্টির অনুষ্ঠান শেষে কয়েকটি ট্রাকের পাশে থাকা প্রাইভেটকারে উঠার সময় ছয়জন মুখোশধারী তাকে অপহরণ করে। এর পরে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের পর অ্যালান পুলিডোর হাতে ব্যান্ডেজ করা ছবি দেখা যায়। বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। পুলিশ কর্মকর্তাদের পুলিডো বলেন, ‘আমি এখন অনেক ভালো আছি, স্রষ্টাকে ধন্যবাদ। ’

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।