ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘মাদক ব্যবসায়ীদের দেখা মাত্র গুলি করুন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুন ৫, ২০১৬
‘মাদক ব্যবসায়ীদের দেখা মাত্র গুলি করুন’

ঢাকা: ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে এগুচ্ছেন ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট রডরিগো দুর্দাতে।

এবার দেশে দুর্নীতি কমাতে মাদক ব্যবসায়ীদের সরাসরি গুলি করতে নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (০৫ জুন) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন রডরিগো।

নাগরিকদের উদ্দেশ্য করে রডরিগো বলেন, আপনাদের আশপাশে যদি কোনো মাদক ব্যবসায়ী থাকে তাহলে আমাদের জানান। পুলিশ অ্যাকশন নেবে। যদি তা না পারেন এবং আপনাদের হাতে গুলি থাকে তাহলে তাদের গুলি করুন। আপনারা আমার সাপোর্ট পাবেন।

‘আর যদি সে হিংস্র হয়ে ওঠে তাহলে তাকে মেরে ফেলুন। আর আপনি যদি নিজেই মাদকের সঙ্গে জড়িত থাকেন তাহলে আমিই আপনাকে মেরে ফেলবো’, যোগ করেন তিনি।

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট বলেন, যিনি মাদক ব্যবসায়ীদের প্রধানকে মেরে ফেলতে পারবেন, তাকে পাঁচ মিলিয়ন পেসো দেওয়া হবে।

এদিকে দায়িত্ব নেওয়ার পর থেকে মাদক ব্যবসায়ীদের দমন করার উপহার হিসেবে তিন হাজার ডলারেরও বেশি অর্থ উপহার দিয়েছেন তিনি।  

গত ৯ মে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন ‘দ্য পানিশার’ খ্যাত রডরিগো দুর্দাতে। এরপরই তিনি দেশটিতে প্রকাশ্যে মদ পান নিষিদ্ধ করেন।  

কিছুদিন পর সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পুনর্বহালসহ সন্ত্রাসীদের সরাসরি গুলি করতে ফিলিপাইনের নিরাপত্তা বাহিনীকে অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
আরএইচএস/এমএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।