ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলেপ্পোয় সরকারি বিমান হামলায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আলেপ্পোয় সরকারি বিমান হামলায় নিহত ২৭ ছবি: সংগৃহীত

সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন লোক। দেশটির আলেপ্পো শহরে এ হামলা হয়। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক বলে দাবি করছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধীরা।

ঢাকা: সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন লোক।

দেশটির আলেপ্পো শহরে এ হামলা হয়। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক বলে দাবি করছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধীরা।

শনিবার (১৯ নভেম্বর) সিরিয়ায় নিযুক্ত একটি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, আলেপ্পোর একটি অংশে এখনও সরকার বিরোধী বিদ্রোহী ও আইএসের স্থাপনা রয়েছে। প্রেসিডেন্টের অনুগত বাহিনী তাদের ওপর হামলা চালানোর সময় এই হতাহতের ঘটনা ঘটে।

এ বিষয়ে দামেস্কের তরফ থেকে কিছু বলা হয়নি।

বাংলাদেশ সময় ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।