ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মসুলে আইএসের সঙ্গে লড়াইয়ে ৯ ইরাকি সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
মসুলে আইএসের সঙ্গে লড়াইয়ে ৯ ইরাকি সৈন্য নিহত

যুদ্ধবিধ্বস্ত ইরাকের মসুল শহর এবং এর আশপাশ এলাকায় জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়তে গিয়ে নয় ইরাকি সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত ইরাকের মসুল শহর এবং এর আশপাশ এলাকায় জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়তে গিয়ে নয় ইরাকি সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইয়ে করতে গিয়ে ওই সৈন্যরা নিহত হন।

উল্লেখ্য, বেশ কিছুদিন থেকে মসুল শহর পুনর্দখলের চেষ্টায় ইরাকি বাহিনীর সঙ্গে আএসের লড়াই চলে আসছে। হামলা-পাল্টা হামলায় সেখানে প্রায়ই নিহতের ঘটনা ঘটছে। এরই মধ্যে মসুলের বেশ কিছু স্থান পুনর্দখলের নেওয়ার দাবিও তুলেছে ইরাক সরকার।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।