ঢাকা: কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোকে ‘পাশবিক স্বৈরাচারী শাসক’ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে এমনটাই জানা গেছে।
বিবৃতিতে ট্রাম্প বলেন, পুরো বিশ্ব ‘পাশবিক স্বৈরাচারী শাসক’র মরে যাওয়া উদযাপন করছে, যে কিনা তার দেশের জনগণকে প্রায় ৬ দশকের বেশি সময় ধরে নির্যাতন করেছেন।
কিউবার এই বিপ্লবী নেতা মারা যাওয়ার ঘণ্টা কয়েক পরে এ বিবৃতি দিয়ে এমন মন্তব্য করেন বিভিন্ন সময় বক্তব্য দিয়ে সমালোচনা সৃষ্টি করা ট্রাম্প।
এর আগে মাইক্রোব্লগিং সাইট টুইটারে ট্রাম্প লেখেন- ‘ফিদেল কাস্ত্রো ইজ ডেড!’
টুইটারে ট্রাম্পের বার্তায় বিস্ময়সূচক (!) চিহ্নের ব্যবহার দেখে অনেকেই মনে করছেন- ফিদেল কাস্ত্রোকে হেয় বা ছোট করতেই তিনি এ চিহ্নটি ব্যবহার করেছেন। এ নিয়ে ট্রাম্পের সমালোচনাও করছেন তারা।
কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে বাংলাদেশ সময় শনিবার (২৬ নভেম্বর) সকালে মারা যান দেশটির অবিসংবাদিত বিপ্লবী এই নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আরএইচএস/এমএ